দেশে করোনায় নতুন মৃত্যু ১৫, নতুন শনাক্ত ১২০২, মোট আক্রান্ত ২০ হাজার ৬৮ জন
- আপডেট সময় : ০৮:১৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দেশে করোনায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাড়ালো ২৯৮ জনে।আর একদিনে নতুন শনাক্ত হয়েছে ১২০২ জন। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৮ জন । একদিনে ৯৫৩৯ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৮৫৮২ টি। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এছাড়াও বর্তমানে দেশে ৪১ ল্যাবে করোনার পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ের শুরুতে করোনায় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
পরে দেশে করোনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সর্বোচ্চ ১ হাজার ২০২ জন। এর মধ্যদিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।
করোনা শনাক্তে দেশে ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৫১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
সিংক: অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন। আর এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছে ৩ হাজার ৮৮২ জন ।