দেশে করোনায় মোট মৃত্যু ১৪৫, আক্রান্ত ৫ হাজার ৪১৬, নতুন শনাক্ত ৪১৮
- আপডেট সময় : ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দেশে করোনায় আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪১৮ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪১৬ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান মারা যাওয়া ৯ জনের মধ্যে ১০ বছরের নিচে এক শিশুও রয়েছে। এদের মধ্যে ঢাকার চার জন এবং দোহারে একজন। আর ২৪ ঘণ্টায় নয় জনসহ মোট সুস্থ হয়েছেন ১২২ জন বলেও জানান ডা. নাসিমা সুলতানা।
করোনা ভাইরাসের চিকিৎসা ও আক্রান্তের সবশেষ তথ্য জানাতেই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এই অনলাইন ব্রিফিং।
২৪ ঘন্টায় নতুন সনাক্ত ও মৃতের তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
মৃত্যুবরণ করা পাঁচ জন আর শনাক্তদের তথ্য তুলে ধরে তিনি। বলেন, নতুন শনাক্তদের মধ্যে বেশিরভাগই স্বাস্থ্য সেবায় নিয়োজিত।
আইসোলেশনে থাকা রোগী ও যারা ছাড়পত্র পেলেন তাদের তথ্যও তুলে ধরেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। বলেণ, বর্তমানে দেশের ২৫ টি প্রতিষ্ঠানে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
নিজে এবং পরিবারকে সুস্থ রাখতে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন অধ্যাপিকা ডা. নাসিমা সুলতানা।