দেশে করোনায় মোট মৃত্যু ১৭৫, নতুন শনাক্ত ৫৫২

- আপডেট সময় : ০৭:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন, আর মারা গেছেন ৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৫ জনে। আর নতুন ৩ জনসহ সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৭৫ জন। করোনা পরিস্থিতি নিয়ে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
শুক্রবার দেশে ৫ হাজার ৫৭৩ জনের করোনা পরীক্ষা করা হলে তাতে ৫৭১ জন নতুন শনাক্ত ও ২ জন মারা যাবার তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ৩ শতাধিক রোগীর পরীক্ষা বাড়িয়ে ৫ হাজার ৮২৭ জনের করোনা পরীক্ষা করা হয়। ২৪ ঘন্টায় ৫ জনের প্রাণহানি হলেও শনাক্তের সংখ্যা কমে দাঁড়ায় ৫৫২ জনে। এমন তথ্যই জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে।
অতিরিক্ত মহাপরিচালক বলেন, নমুনা সংগ্রহের পাশাপাশি বেড়েছে পরীক্ষার হার; যা কিছুটা হলেও অগ্রগতি।
কোয়ারেন্টিন শেষে ছাড়া পেয়েছেন এক লাখ ৪৯ হাজার ৩৪৯ জন উল্লেখ করে কোয়ারেন্টিন ব্যবস্থা এখনো জোরদার আছে বলে জানান তিনি।
স্বাস্থ্যবিধি মানতে সবাইকে আবারো অনুরোধ জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।