দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুতে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে খুলনা বিভাগ
- আপডেট সময় : ০৫:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুতে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে খুলনা বিভাগ। প্রশাসনের কঠোর তৎপরতায় চলছে বিধিনিষেধ। এরমধ্যে নানা অব্যবস্থাপনায় খুলনার করোনা হাসপাতাল থেকেই সংক্রমণের ঝুঁকি বাড়ার শঙ্কা করছে রোগীর স্বজনরা। সিভিল সার্জনের মতে, স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণের হার কমে যাবে।
খুলনা বিভাগে গত ১০ দিনে করোনায় ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় মারা গেছে ৩৫ জন। প্রতি দিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ১৩০ শয্যার হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য রয়েছে নির্ধারিত রেড জোন। তবে, এই সব জোন মানছে না রোগীর স্বজনরা।
রোগীদের বিভিন্ন দরকারী ওষুধ ডাক্তাররা লিখে দিলেও, হাসপাতাল থেকে তেমন কিছুই পাচ্ছেনা তারা। রোগীর স্বজনরা ওষুধ আনাসহ বিভিন্ন কাজে বের হচ্ছে আবার হাসপাতালে ফিরছে। এভাবে দ্রুত করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।
রোগীর একজন করে দর্শনার্থী থাকার অনুমতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাইরে থেকে ওষুধ আনারও কোনো বিকল্প নেই বলে জানায়, হাসাপাতাল সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন আশা করেন, সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ কমে যাবে। সাধারণ মানুষকে লকডাউন মেনে চলতে এবং মাক্স ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।