দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দেয়া হবে বলেও প্রত্যাশা জানান তিনি। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতি গুরুত্ব দেন নেতারা। দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা।
১৯৭৮ সালের এই দিনে সামরিক শাসক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে গণতন্ত্রের ধারা চালু করতে-গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বিগত ৪২ বছরে চার দফায় এক যুগের বেশী সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলো এই দলটি। অন্যদিকে টানা এক যুগের বেশী সময় ধরে তারা ক্ষমতার বাইরে।
রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সরকারের দমন পীড়ন নীতির সমালোচনা করে জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ার আহবান জানান উপস্থিত নেতারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্রাজ্য ও কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিএনপি। আবারো দেশে গণতন্ত্র পুনরুদ্ধার বড় চ্যালেঞ্জ বলেও দাবি করেন তিনি।
বিগত তিনদশকে বেগম খালেদা জিয়া দলকে সুসংগঠিত রেখেছেন দাবি করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি চেয়ারপার্সনকে স্থায়ী মুক্তি দিতে সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলেও মন্তব্য করেন তিনি।
করোনার কারণে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকীতে একদিনের কর্মসূচি পালন করে বিএনপি।