দেশে গুম খুন ও অবৈধ শাসনের দায় নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার হুঁশিয়ারী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দেশে গুম খুন ও অবৈধ শাসনের দায় নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার হুঁশিয়ারী দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর হিসাব দিতে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও জানান তিনি।
সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের অপচেষ্টার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব আয়োজিত মানববন্ধনের বক্তব্যে এ হুঁশিয়ারী দেন তিনি। রিজভী বলেন, সরকার তার আত্মীয় স্বজনদের নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভূক্ত করছে। জিয়ার খেতাব কেড়ে নেয়ার আন্দোলন জোরদার করা হবে উল্লেখ করেন তিনি আরো বলেন, দেশে গণতন্ত্রের চর্চা নেই বলে জিয়ার খেতাব কেড়ে নেয়া হচ্ছে। আলজাজিরা যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে তারাও রাষ্ট্রীয় হুমকির সম্মুখীন বলেও জানান বিএনপির নেতাকর্মী।