দেশে দরিদ্রের হার কমেছে ১ দশমিক ৩ শতাংশ
- আপডেট সময় : ০৭:৩৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দেশে দরিদ্রের হার কমেছে ১ দশমিক ৩ শতাংশ। ২১ দশমিক ৮ শতাংশ থেকে কমে বর্তমান দারিদ্রের হার ২০ দশমিক ৫ শতাংশ। আর অতি দরিদ্রও কমেছে দশমিক ৮ শতাংশ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় এসব তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩ হাজার ২শ ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের নয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
আগারগাঁওয়ে এন ই সি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় চলতি অর্থবছরে ১৩তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় মোট ১০ টি প্রকল্প উত্থাপিত হলেও নয়টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য বরিশাল সিটি কর্পোরেশনের উন্নয়নে ১১’শ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেয়নি একনেক।
মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তচ্যূত রোহিঙ্গাদের আবাসনের জন্য নোয়াখালীর ভাসানচরে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৭৮২ কোটি টাকা ছাড়াও আরো আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয় সভায়। পরিকল্পনামন্ত্রী জানান, দেশে দরিদ্র ও অতি দরিদ্রের হার কমেছে। আর এ বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় একনেক সভায়। দেশের সরকারি অফিস ও সরকারি বাস ভবনে বিদ্যুতের প্রি- পেইড মিটার সংযোগে একনেক সভায় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে দেশের সকল বৈদ্যুতিক সংযোগেই প্রি- পেইড মিটার সংযোগ হবে বলেও জানান এম এ মান্নান।