দেশে নতুন করে ওমিক্রনে আক্রান্তের খবর পাওয়া যায়নি : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে নতুন করে ওমিক্রনে আক্রান্তের খবর পাওয়া যায়নি। রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের পাশে অক্সিজেন প্লান্ট ও বহির্বিভাগের উদ্বোধন করে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
দেশে এখোনো ৪ কোটি টিকা মজুদ আছে উল্লেখ করে, সবাইকে করোনার টিকা নেয়ার আহবান জানান তিনি। দেশে করোনার তৃতীয় ঢেউ কেউ প্রত্যাশা করেনা। তাই সবাইকে সতর্ক হওয়ারও অনুরোধ জানান তিনি। মন্ত্রী বলেন, ওমিক্রনে আক্রান্ত দুই খেলোয়াড় ভালো আছে। করোন নিয়ন্ত্রণে বাংলাদেশ-ভারত সবসময় একসঙ্গে কাজ করছে বলে জানান তিনি। ১৯৭১ সালে সহযোগিতার মতো করোনার এই ক্লান্তিলগ্নে ভারত প্রথম ভ্যাকসিন দিয়েছে বলে কৃতজ্ঞতা জানান মন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীসহ অনেকে উপস্থিত ছিলেন।