দেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত বসন্ত বরণ উৎসব
- আপডেট সময় : ০৬:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ২১৬৫ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বসন্ত বরণ করেছে বিভিন্ন সংগঠন। দিন ব্যাপী চলে কবিতা আবৃত্তি, দলীয় ও একক সংগীত, নৃত্য অনুষ্ঠান। এছাড়াও ফুলের দোকান, রাস্তাঘাট, পার্কসহ বিনোদন কেন্দ্রগুলোতে ছিল বসন্তপ্রেমীদের উপচে পড়া ভীড়।
চট্টগ্রামে ঋতুরাজকে বরণ করে নিতে দিনভর নানান কর্মসুচীর আয়োজন করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। সকালে নগরীর সিআরবি সিরিষতলা সাংস্কৃতিক সংগঠন প্রমা ও পাহাড়তলীর আমবাগানে বসন্ত বরণের আয়োজন করে বোধন। কবিতা আবৃত্তি, দলিয় ও একক সংগীত, নৃত্যসহ নানান কর্মসুচী চলে দিনব্যাপী।
বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে নওগাঁয় বসন্তকে বরণ করে শিক্ষক ও শিক্ষার্থীরা। সকাল থেকেই হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ফুলের মালা পরে কলেজে আসতে শুরু করে শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি শেষে কলেজ হলরুমে আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। একে একে পরিবেশন করা হয়-গান, আবৃত্তি, নৃত্য।
ঋতুরাজ বসন্তে রঙ্গিন হয়ে উঠেছিলো বরিশাল। প্রতি বছরের ন্যায় এ বছরও বসন্তের আগমনী দিনটিকে স্মরনীর করে রাখতে বসন্ত উৎসবের আয়োজন করে বরিশাল সরকারি মহিলা কলেজ। বকুলতলা আলোকায়ন মঞ্চে বসন্ত উৎসবে আবৃত্তি, নাচ, গান, অভিনয় এবং ফ্যাশন শো’সহ নানা আয়োজন করে কলেজের শিক্ষার্থীরা।
ঝিনাইদহে নানা আয়োজনে বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে শহরের মনিংবেল চিলড্রেন একাডেমীতে পিঠা মেলার আয়োজন করা হয়। মেলার ৫টি স্টলে ঐতিহ্যবাহী পিঠা পাটিসাপটা, পাকান, চিতই, ধুপি, জামাই ভাজন, কুমকুম বিভিন্ন পিঠার প্রদর্শণ করা হয়।
নাচ-গানসহ নানা আয়োজনে বসন্ত উৎসব পালন করছে, মাগুরা জেলা শিল্পকলা একাডেমী। সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংগীত ও নৃত্যের তালেতালে শুরু হয় এ উৎসব।
গোপালগঞ্জে ঐতিহ্যবাহী এস.এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজন করা হয় বসন্ত বরণ অনুষ্ঠানের। শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের বাসন্তী রঙের শাড়ি, হলুদ রঙের পাঞ্জাবি আর রঙ-বেরংয়ের ফুলের সাজসজ্জা উৎসব প্রাঙ্গণকে বর্ণিল করে তোলে।