দেশে নির্বাচন ও গণতন্ত্র নেই বলেই বিদেশিরা আসছে : ফখরুল
- আপডেট সময় : ০৯:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ১৬১১ বার পড়া হয়েছে
দেশে নির্বাচন ও গণতন্ত্র নেই বলেই বিদেশিরা আসছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতেই বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগ সমাবেশ করে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
নারী নেতৃত্বকে সামনে এগিয়ে নিতে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে প্রশিক্ষণ বিষয়ক কর্মসূচীর আয়োজন করে বিএনপি প্রশিক্ষণ সেল। অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় একের পর এক বিদেশিরা দেশে আসছেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, গণতান্ত্রিক আন্দোলনের বাঁধা দিতে সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করছে।
এদিকে, গুলশান দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ধারাবাহিক সংলাপের গণঅধিকার পরিষদের সাথে বৈঠক করেছে বিএনপির লিয়াঁজো কমিটি। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনবিচ্ছিন্ন বলেই সরকার সংহিতার পায়তারা করছে।
বিরোধী পক্ষের কর্মসূচিতে শান্তি সমাবেশ না দেওয়া দাবি জানান গণঅধিকার পরিষদের সভাপতি নরুল হক নূর।।