দেশে পর্যাপ্ত করোনা টিকা মজুদ আছে: স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে পর্যাপ্ত করোনা টিকা মজুদ আছে। এরই মধ্যে ৩১ কোটি টিকার ব্যবস্থা হয়েছে।
রাজধানীর ঢাকা ক্লাবে এসেনসিয়াল ড্রাগস লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এর মধ্যেই ৭ কোটি প্রথম ডোজ, ৫ কোটি দ্বিতীয় ডোজসহ মোট ১২ কোটি টিকা দেয়া হয়েছে। লক্ষ্য পূরণে বুস্টার ডোজসহ মোট ২৮ কোটি টিকার প্রয়োজন। সরকার ৩১ কোটি টিকার ব্যবস্থা করেছে। কাজেই বুস্টার ডোজসহ লক্ষ্যমাত্রা পূরণের পরও ৩ কোটি টিকা হাতে থাকবে। মন্ত্রী বলেন, এরই মধ্যে স্কুল পর্যায়সহ বস্তিতে গিয়েও টিকা দেয়া হয়েছে। নতুন বছরে প্রতি মাসে অন্তত ৪ কোটি টিকা দেয়া হবে। এজন্য আগামী মাস থেকেই দেশের প্রতিটি ওয়ার্ডে টিকা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। এতে আশা করা যায়, আগামী মে-জুনের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ হব।