দেশে প্রথমবারের মতো এক শিশুকে জিন থেরাপি
- আপডেট সময় : ০৯:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৮০০ বার পড়া হয়েছে
দেশে প্রথমবারের মতো স্পাইনাল মাসকিউলার এট্রফিতে আক্রান্ত কোনও শিশুকে জিন থেরাপি দেওয়া হয়েছে। দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে এই থেরাপি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক ডাক্তার দীন মুহাম্মদ জানান, এটি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি মাইলফলক।
স্পাইনাল মাসকিউলার এট্রফি… একটি বিরল ও জটিল স্নায়ুতন্ত্রের জন্মগত রোগ। যা জেনেটিক কারণে হয়ে থাকে। বিগত শতকে এর কোনো চিকিৎসা না থাকায় পৃথিবীতে অসংখ্য শিশুর মৃত্যু হয়েছে।
এ রোগে আক্রান্ত শিশুরা বসতে বা দাঁড়াতে পারে না। তবে তাদের বুদ্ধিমত্তা ঠিক থাকে। এমন বিরল রোগে আক্রান্ত মানিকগঞ্জের ২৩ মাসের শিশু রাইয়ানকে দেশের ইতিহাসে প্রথমবারের মত জিন থেরাপি দেয়া হয়।
প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
চিকিৎসাটি অত্যন্ত ব্যয়বহুল জানিয়ে হাসপাতালের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ বলেন, জিন থেরাপি বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি নতুন মাইলফলক।
দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের নিউরো চিকিৎসা নিশ্চতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানায়, স্বাস্থ্য বিভাগ।
বহুজাতিক ওষুধ কোম্পানি নোভাটিস বিশ্বের নিম্ন আয়ের দেশগুলোর জন্য প্রতিমাসে দুটো শিশুকে এ টিকা বিনামূল্যে সরবরাহ করে থাকে।এরমধ্যে সারা বিশ্ব দুই হাজার তিনশ শিশুকে এই জিন থেরাপি দেয়া হয়েছে ।