দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বড় অ্যাভিয়েশন প্রদর্শনী ‘দুবাই এয়ার শো’তে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাত ১০টা ৫৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দীকি। এর আগে, গেলো শনিবার রাতে চারদিনের সরকারি সফরে দুবাই যান প্রধানমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে দুবাই সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।