দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১৫৯০ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গত ২২ আগস্ট দক্ষিণ আফ্রিকা যান প্রধানমন্ত্রী।
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করে দক্ষিণ আফ্রিকা। সম্মেলনে যোগ দেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে ২৩ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’এ প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি আফ্রিকান দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের আয়োজিত ‘বাংলাদেশ দূত সম্মেলনে’ অংশগ্রহণ করেন। যোগদেন প্রবাসীদের আয়োজিত নাগরিক সংবর্ধনায়।