দেশে ফিরেছে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সকালে চ্যাম্পিয়ন ট্রফি হাতে ঢাকায় পৌঁছায় নিগার সুলতানার দল।
দেশে ফিরেও বিশ্রামের সুযোগ নেই টাইগ্রেসদের। এবার এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপে জায়গা করে নেয়া আর বাছাইপর্বের শিরোপা জিতে উজ্জীবিত পুরো দল। সঙ্গে এশিয়া কাপে হোম এডভান্টেজে কাজে লাগাতে চায় নিগার সুলতানার দল। নারী এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ ট্রফি জয়ের স্বাদ পায় বাংলাদেশের মেয়েরা। এবারও শিরোপা ধরে রাখার মিশনে নামবে টাইগ্রেসরা। এদিকে, এশিয়া কাপের জন্য নিগার সুলতানাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবি।