দেশে ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপি’র মিথ্যাচারের জবাব দিয়েছে ভোটাররা : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপি’র মিথ্যাচারের উপযুক্ত জবাব দিয়েছে নোয়াখালীর বসুরহাট পৌরসভার ভোটাররা। তিনি বলেন, বিএনপি প্রার্থীরা ভোটের পরিবেশ ও ভোটাধিকার প্রয়োগ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও তাদের কেন্দ্রীয় নেতারা শুধু সমালোচনা করছে, যা খুবই দুঃখজনক। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সরকার গণতন্ত্রে বিশ্বাসী বলেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর– তা আবারো প্রমাণিত হয়েছে।
দ্বিতীয় ধাপে সারাদেশের ৬০টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ বিষয়ে, বিকেলে সরকারি বাসভবনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপির উচিত নির্বাচনে পরাজয়ের আসল কারণ অনুসন্ধান করা।
বিএনপি উদ্দেশ্যমূলক বিরোধিতা করলেও দেশের জনগণ সাবলীলভাবে ইভিএমে ভোট দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জণগণ ইতিমধ্যে অভ্যস্ত হয়ে উঠলেও বিএনপির মানসিকতা এখনো প্রযুক্তি-বিমুখ।
এদিকে, সকালে কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই যে কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর।