দেশে মেগা প্রকল্পের নানা উন্নয়ন কাজ চলার পরও বেকারত্ব বাড়ছে : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দেশে মেগা প্রকল্পের নানা উন্নয়ন কাজ চলার পরও বেকারত্ব বাড়ছে বলে অভিযোগ করেছেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। দেশে প্রায় সাড়ে ৪ কোটি বেকারের কথা চিন্তায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি। ঢাকায় জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জাতীয় যুব দিবস উপলক্ষে পার্টির বনানী কার্যালয়ে আলোচনা সভার আয়োজক জাতীয় পার্টির যুব সংগঠন- জাতীয় যুব সংহতি।
আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জানান, দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি বলেই যুবকরা বৈধ-অবৈধ পথে বিদেশ পাড়ি দিতে বাধ্য হচ্ছে।
দেশের সব অসঙ্গতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ বলেও জানান জিএম কাদের।
বর্তমান সরকার সব জায়গায় দলীয়করণ করছে বলে অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যানের।