দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা
- আপডেট সময় : ০১:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। ফলে পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গেলো ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে রাজশাহী, খুলনা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় হাসপাতালে ৯৪ জন মারা গেছে।
২৪ ঘন্টায় খুলনার ৪টি হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহ ও সাতক্ষীরায় প্রাণহানি ঘটেছে ১৬ জনের। চুয়াডাঙ্গায় মারা গেছেন ১১ জন।
২৪ ঘন্টায় কুষ্টিয়ায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীর ৮জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ এবং চাঁপাইনবাবগঞ্জ, পাবনার ১ জন করে। গেলো চারদিনে এই হাসপাতালে এ পর্যন্ত ৮২জনের মৃত্যু হলো।
এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৮ জন, টাঙ্গাইল ও নেত্রকোণার ২ জন করে এবং শেরপুর, জামালপুর ও সুনামগঞ্জের ১ জন করে।