দেশে শতভাগ মানুষকে স্বাক্ষরতার আওতায় আনতে কাজ করছে সরকার
- আপডেট সময় : ০৯:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
২০৩০ সালের আগেই স্বাক্ষরতার হার শতভাগ নিশ্চিত করতে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–এমনটাই জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। সকালে মিরপুরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ সেন্টারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের এ কথা জানান তিনি।
প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। ইউনেস্কো কতৃক এবারের শ্লোগান হয়েছে ‘মানবকেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য সাক্ষরতা : কমে আসুক ডিজিটাল বৈষম্য। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বলেন, দেশে শতভাগ মানুষকে স্বাক্ষরতার আওতায় আনতে কাজ করে যাচ্ছে সরকার। আনেক দিন পর বিদ্যালয় খোলায়, শিক্ষকদের পাঠদানের অনুরোধ জানান প্রতিমন্ত্রী । করোনায় দীর্ঘ ছুটির কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে ঝরে না পরে, সে জন্যও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি ।