দেশে সব সম্প্রদায়ের মানুষের অধিকার সমান : প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৯:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে এ আহবান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিভক্ত হয়ে নয়- সবাই সম্মিলিতভাবে সংকটের সমাধান করতে হবে। আইনের অধিকার সবার জন্য সমান। ধর্ম বা সম্প্রদায় দিয়ে নিজেদেরকে বিভক্ত না করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের সংকটময় পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ড. মুহম্মদ ইউনুস।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা।
মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় তারা সাম্প্রতিক ও বিগত দিনের সব সংখ্যালঘু নির্যাতনের বিচার চান। একটি আলাদা কমিশন গঠনের দাবি জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা।
পরে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়সহ সবাইকে ধৈর্য্য ধারনের আহবান জানান।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, কোনো পার্থক্য করা বা বিভেদ করার বাংলাদেশ চান না। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে ঠিক করে মানবাধিকার ও নাগরিকের সাংবিধানিক অধিকার দিতে হবে।
অন্তর্বর্তী সরকারকে এগিয়ে নিতে সবার কাছে সহায়তা চান প্রধান উপদেষ্টা।