দেশে সাম্প্রদায়িক বিএনপির অস্তিত্ব বিলীন হবে : কাদের
- আপডেট সময় : ০২:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
বিএনপির নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক চেতনার ডালপালা ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা বৈশাখ উদযাপনের ইতিহাস মানে না। সাম্প্রদায়িক আদর্শধারীদের দেশ থেকে বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারী দেন ওবায়দুল কাদের। নববর্ষ উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
বৈশাখ হোক নবজীবন ও অসাম্প্রদায়িকতার সেতুবন্ধন এ শ্লোগানে বাংলা নববর্ষকে বরণ করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ষবরণ শোভাযাত্রা।
বণাট্য রেলিটি রাজধানীর লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্ক থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বাহাদুর শাহ পার্কে রেলি পূর্ব সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পহেলা বৈশাখের সাথে যাদের সংঘাত তারাই সাম্প্রদায়িকতা বিশ্বাস করে। তাদের প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাম্প্রদায়িক চেতনার ডালপালা শেখ হাসিনার নেতৃত্বে উৎখাত করা হবে।
পহেলা বৈশাখের সাথে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ সবসময় ছিলো এবং থাকবে বলে জানান ওবায়দুল কাদের।