দেশে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দেশে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। জনস্বার্থে সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ৩ আইনজীবীর পক্ষে জনস্বার্থে এ রিট দায়ের করেন অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট, টিসিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়। এর আগে সয়াবিনের দাম বৃদ্ধিতে সরকারের নিষ্ক্রিয়তার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন রিটকারি আইনজীবী। ওই সময় আদালত যথাযথ আবেদন নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। সেই ধারাবাহিকতায় আজ রিটটি করা হয় বলে জানান এই রিটকারি আইনজীবীরা।