দেশে ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগের কারণে হয় : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১৭০৭ বার পড়া হয়েছে
খাদ্যে ভেজাল, ব্যালেন্সড ফুড না খাওয়া ও তামাকজনিত কারণে দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকি ও অসংক্রামক রোগ বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগের কারণে হয় বলেও জানান তিনি।
সকালে রাজধানীর একটি হোটেল নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল-এনসিডিসি’র রিসার্চ ডিসিমিনেশন আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ক্যানসার, কিডনি ও হৃদরোগের মতো অসংক্রামক রোগ প্রতিনিয়ত বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন এসব রোগগুলোর উপরই গুরুত্ব দেয়া জরুরী। তিনি বলেন, উচ্চ রক্তচাপেই ভোগেন ২০ ভাগ মানুষ, আর ডায়বেটিস রয়েছে ১০ শতাংশ মানুষের। এছাড়া এছাড়া দেশে প্রতিবছর প্রায় সাড়ে সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা যায় উল্লেখ করে এর প্রতিষেধক তৈরি করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।