উন্নয়নের অগ্রযাত্রাকে বিএনপি-জামায়াত পেছন থেকে টেনে ধরছেঃ ফারুক খান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেখে, বিএনপি-জামায়াত পেছন থেকে টেনে ধরছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ফারুক খান।
বিকেলে জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বঙ্গমাতা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুর উত্তরসূরি ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। অসত্য তথ্য দিয়ে জাতিকে বিএনপি-জামায়াত বিভ্রান্ত করছে। পদ্মা সেতু নিয়েও তারা বিভ্রান্তকর তথ্য দিয়েছে বলে মন্তব্য করেন ফারুক খান। মুক্তিযোদ্ধা আবদুল মাবুদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, ব্যরিস্টার নাঈম হাসান ও প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।