দেশ ধ্বংস নয়, উন্নয়নে বিশ্বাসী আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
একদিনে ১’শ সেতুর পর একদিনে ১০০ মহাসড়ক উদ্বোধনই বলে দেয়, আওয়ামী লীগ দেশ ধ্বংস নয়, উন্নয়নে বিশ্বাসী। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত মহাসড়কের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘৭৫ পরবর্তী সরকারগুলো নিজেদের আখের গোছানো ছাড়া দেশের উন্নয়নে কিছুই করেনি। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা, তারা দেশের উন্নয়ন চায় না এবং তা স্মরণ রাখা প্রয়োজন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ কোন দিকে থাকবে সেটা তারাই ঠিক করবে।
বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একদিনে ১’শ সেতু উদ্বোধনের পর এবার উন্নয়নের নতুন মাইল স্টোন স্থাপন করলো সরকার। নির্মাণ করা হয়েছে ৮টি বিভাগের ৫০টি জেলায় ১’শ মহাসড়ক। যার দৈর্ঘ্য ২ হাজার ২১ দশমিক ৫৬ কিলোমিটার। আর ব্যয় হয়েছে ১৪ হাজার ৯১৫ কোটি টাকা।
সড়ক ও জনপথ অধিদপ্তর নির্মিত মহাসড়কের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল টাঙ্গাইল ও খুলনা জেলা। বাকি জেলাগুলো সংযুক্ত ছিল প্রোজেক্টরের মাধ্যমে।
বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন প্রধানমন্ত্রী।
সরকার প্রধান বলেন, ‘৭৫ পরবর্তী সরকারগুলো দেশের উন্নয়নের পরিবর্তে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল।
আওয়ামী লীগ সরকারে বিরুদ্ধে অপপ্রচার জনগণ বিশ্বাস করবে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা, তারা দেশের উন্নয়ন চায়না মন্তব্য করে জনগণকে সিদ্ধান্ত নেয়ার আগে বিষয়টি ভেবে দেখার আহ্বান জানান সরকার প্রধান।
গণপিটুনির সংস্কৃতি বন্ধে দুর্ঘটনার পর আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিজয়ে মাসে ১’শ মহসড়ক জনগণের জন্য উপহার মন্তব্য করে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।