দোকান দখলের অভিযোগ উঠেছে নালিতাবাড়ি পৌরসভার মেয়রের বিরুদ্ধে
- আপডেট সময় : ০৬:০২:২২ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বিরোধপূর্ন জমিতে রয়েছে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা। তা অমান্য করে, ভাড়াটিয়াকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে দোকান দখলের অভিযোগ উঠেছে নালিতাবাড়ি পৌরসভার মেয়র আবু বাক্কারের বিরুদ্ধে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে শুরু হয় সমালোচনা। মেয়রের হুমকিতে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন দোকানী।
শেরপুরের নালিতাবাড়ি পৌরসভার সিটপাড়ার বেকারী ব্যবসায়ী সফিকুল ইসলাম। ১৭ বছর ধরে যে দোকানে তার ব্যবসা সম্প্রতি ওই জমির মালিকানা দাবি করছেন জনৈক আব্দুল আওয়াল।
আওয়ালের দাবি, সরকারি খাস জমি দিয়ে তার বাবা হাবিবুল্লাহর কাছ থেকে শমসের পঞ্চায়েত নামে এক ব্যক্তি এ জমি বিনিময় দলিল করেন। অন্যদিকে একই জমির মালিকানা দাবি করছেন দীন বন্ধু ঘোষসহ তার তিন ভাই। দুইপক্ষের হয়ে এই দ্বন্দ্বের সমাধান করতে গিয়ে দোকান ভাংচুর ও মালামাল নষ্টের অভিযোগ উঠেছে নালিতাবাড়ী পৌর মেয়র আবু বাক্কারের বিরুদ্ধে।
গেলো মঙ্গলবার রাতে মেয়র ও তার সহযোগীদের দৌরাত্ম্যের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঘটনায় পৌর মেয়রের বিরুদ্ধে চাদাঁ দাবীসহ দুটি পৃথক মামলাও হয়েছে আদালতে।
অভিযোগে বলা হয়েছে, হেনস্তার পাশাপাশি এক সপ্তাহের মধ্যে শহর ছাড়ার হুমকি দিয়েছে স্থানীয় মেয়র। ভাড়াটিয়া শফিকুল ইসলাম বর্তমানে আত্মগোপনে আছেন। তবে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন শফিকুলের পরিবার।
বিষয়টি সুরাহায় মেয়র শালিস বৈঠক করেছেন বলে দাবী স্থানীয় ব্যবসায়ীদের।
তবে ঘটনাকে নিছক মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেছেন, মেয়র আবু বাক্কার। শালিসের সিদ্ধান্ত না মানায় তাদের ঘর থেকে বের করে দেয়া হয়েছে।
পৌর মেয়রের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ ওঠে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে দাবী এ সমস্যার সমাধান আসবে আদালত থেকে।