দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ

- আপডেট সময় : ১২:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ১৯৩১ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। বিকাল ৪টা পর্যন্ত জমা দিতে পারবেন প্রার্থীরা। এদিকে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন।
বুধবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সারা দেশে বিভিন্ন দলের কয়েকশ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের কোনো কোনো প্রার্থী নিজে এবং কারও পক্ষে স্থানীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন। ঢাকার ২০টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৯ প্রার্থী। এদিন মনোনয়নপত্র দাখিলের সময় দেশের কয়েকটি জায়গায় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন ও মিছিল করতে দেখা গেছে। আচরণবিধি লঙ্ঘন রোধে রিটার্নিং কর্মকর্তাদেরও ব্যবস্থা নিতে বলা ছাড়াও শেষ দিনে আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের সতর্ক থাকতে বলা হয়েছে। এবার সংসদ নির্বাচনে ২৬টি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি।