দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের খেলা ছাড়া কিছুই নয় : ড. বদিউল আলম
- আপডেট সময় : ০৬:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের খেলা ছাড়া কিছুই নয় বলে জানিয়েছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এ নির্বাচন নিয়ে দেশ ভয়াবহ সাংবিধানিক সংকটে আছে। সকালে ভোটবিডি ওয়েবসাইটের পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেন সুজন সম্পাদক। বর্তমান সরকারের সাংবিধানিক এবং নির্বাচন কমিশনের আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন আছে বলে জানান বদিউল আলম মজুমদার।
ভোট বিডি। ২০০৮ সাল থেকে বর্তমান সব নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের তথ্যগত বৃহত্তম ওয়েবসাইট। যা পরিচালনা করছে সুজন ও দি হাঙ্গান প্রজেক্ট। এতে ৩টি জাতীয় নির্বাচনে অংশগ্র নেয়া ৩০ হাজারেরও অধিক প্রার্থীর হলফনামাসহ নির্বাচনের সব তথ্য পাওয়া যাবে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, জেলা-উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের সব তথ্য রয়েছে ভোট বিডি ওয়েবসাইটে।
রাজধানীর আইডিবি ভবনে ভোট বিডির পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে সুজন। অংশ নেন নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডির সদস্যরা।
ভোট বিডি ওয়েবসাইটের তথ্য ভান্ডার নিয়ে কথা বলেন আয়োজকরা।
অনুষ্ঠানে সুজন সম্পাদক বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন ভোটাভোটির নির্বাচন ছাড়া কিছুই নয়।
তিনি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন।
সংবিধানের প্রঞ্চদশ সংশধনী নিয়েও কথা বলেন ড. বদিউল আলম মজুমদার।