দ্বিতীয় ওয়ানডেতে কাল নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে নিউজিল্যান্ড। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চত করতে চায় কিউইরা। অপর দিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই নেদারল্যান্ডের। প্রথম ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা ভুগিয়েছে নেদারল্যান্ডকে। টস জিতে আগে ব্যাট করে মাত্র ২০২ রানে অলআউট হয় ডাচরা। ব্যর্থতা কাটিয়ে এই ম্যাচে ঘুড়ে দাড়াতে চায় নেদারল্যান্ড। এদিকে প্রথম ম্যাচের সহজ জয় এগিয়ে রাখবে আত্নবিশ্বাসী নিউজিল্যান্ডকে। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে কিউইরা।