দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ১০০ রানে হারিয়েছে ইংল্যান্ড
- আপডেট সময় : ০১:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ১০০ রানে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ের ফলে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ইংলিশরা।
লর্ডসে টস হেরে ব্যাট করতে নেমে ভাল শুরু পায় ইংল্যান্ড। প্রথম উইকেটে আসে ৪১ রান। তবে এরপর ভারতীয় বোলারদের তোপের মুখে পরে ইংলিশ ব্যাটাররা। ১০২ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রন হারায় ইংল্যান্ড। তবে শেষ দিকে ডেভিড উইলি ও ময়িন আলীর ৬২ রানের জুটিতে ভর করে ২৪৬ রানের সম্মানজনক স্কোর পায় ইংলিশরা। ময়িন আলি করেন ইনিংস সর্বোচ্চ ৪৭ রান এছাড়া ডেভিড উইলির ব্যাট থেকে আসে ৪১ রান। জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ বোলার টপলির রেকর্ডগড়া বোলিংয়ে বিদ্ধস্ত হয় ভারত। সফরকারীদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে। ২৪ রানে ৬ উইকেটে নিয়ে ইংল্যন্ডের হয়ে ওয়ানডেতে সেরা বোলিং ফিগার গড়েন রিচ টপলি। এর আগে বাংলাদেশের বিপক্ষে পল কলিংউডের ৩১ রানে ৬ উইকেট ছিল ইংল্যান্ডের সেরা বোলিং ফিগার। সিরিজ নির্ধারনী ম্যাচে রোববার ম্যানচেস্টারে মুখোমুখি হিবে দু-দল।