দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ৩৫ রানে জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ
- আপডেট সময় : ০২:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ৩৫ রানে জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবীয়রা।
ডমিনিকায় টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানের বিশাল সংগ্রহ পায় ক্যারিবীয়রা।সর্বোচ্চ ৬১ রান করেন রোভম্যান পাওয়েল। ৫৭ রান আসে ব্র্যান্ডন কিংয়ের ব্যাট থেকে। অধিনায়ক নিকোলাস পুরান করেন ৩৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপের মুখে পরে বাংলাদেশ। ২৩ রানে হারায় তিন উইকেট। ব্যাট হাতে লড়ে যান সাকিব আল হাসান। তুলে নেন ক্যারিয়ারের দশম অর্ধশতক। ৬৮ রানে অপরাজিত থাকলেও যোগ্য সঙ্গ না পাওয়ায় এড়াতে পারেননি দলের হার। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ৩৪ রান। পরে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইটি করে উইকেট নেন ওবেদ ম্যাককয়ে ও রোমারিও শেফার্ড। ম্যাচ সেরা হন রোভম্যান পাওয়েল।