দ্বিতীয় টি-টুয়েন্টিতে রেকর্ড গড়ে জিতলো পাকিস্তান
- আপডেট সময় : ০২:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
দ্বিতীয় টি-টুয়েন্টিতে রেকর্ড গড়ে জিতলো পাকিস্তান। ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সাত ম্যাচের সিরিজে ১-১ সমতায় আনলো বাবর আজমের দল। করাচিতে ইংলিশদের দেয়া ২০০ রান তাড়া করতে নেমে বিনা উইকেট জয় পায় স্বাগতিকরা।
বিনা উইকেটে এরচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই আর কোনো। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৯ রানের বিশাল সংগ্রহ তোলে ইংলিশরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত ছিলেন মঈন আলী। ৪৩ রান করেন বেন ডাকেট। জবাবে ইংলিশ বোলারদের শাসন করে ৩ বল হাতে রেখে জয় পায় পাকিস্তান।
৬৬ বলে ১১০ রানে অপরাজিত ছিলেন বাবর। ৮৮ রানে সঙ্গী রিজওয়ান। বাবর-রিজওয়ানের এই ম্যাচে গড়া ২০৩ রানের জুটি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পঞ্চম সর্বোচ্চ জুটি। আজ রাত সাড়ে ৮টায় সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি মুখোমুখি হবে দু’দল।
উয়েফা নেশনস লিগের ম্যাচে জয় পেয়েছে তিন জায়ান্ট।
গ্রুপ ফোরে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল থেকে ১ পয়েন্ট দূরে রয়েছে নেদারল্যান্ডস। একই গ্রুপের আরেক ম্যাচে ওয়েলসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে সেমিফাইনালে যাওয়ার রেসে টিকে রইলো বেলজিয়াম।
আর গ্রুপ ওয়ানের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে রেলিগেশন এড়ানোর সম্ভাবনা তৈরি করেছে ফ্রান্স। গেলো জুনে প্রথম লেগে অস্ট্রিয়ার মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর শেষ দিকে এমবাপ্পের গোলে হার এড়িয়েছিল ফ্রান্স। এবার তার গোলেই এগিয়ে গেল ফরাসীরা। ৫৬ মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে।
১০ মিনিট পর ব্যবধান বাড়ালেন জিরুদ। তাতেই ২-০ গোলে জয় নিশ্চিত হয় ফ্রান্সের। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ক্রোয়েশিয়া। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ডেনমার্ক, ৫ পয়েন্ট নিয়ে তিনে ফরাসীরা। শেষ রাউন্ডে ক্রোয়েশিয়া খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে আর ডেনমার্ক মুখোমুখি হবে ফ্রান্সের।