দ্বিতীয় টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্যারিবিয়দের বিপক্ষে শুক্রবার দ্বিতীয় টেস্টে মাঠে নামবে টাইগাররা।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যার্থতায় প্রথম টেস্টে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। তাই ব্যাটিং অর্ডারের শক্তি বাড়াতে দ্বিতীয় টেস্টে দলের সাথে যুক্ত করা হয়েছে ঘরোয়া ক্রিকেটে আলো ছাড়ানো ব্যাটার এনামুল হক বিজয়কে। এছাড়া দ্বিতীয় টেস্টের জন্য দলে নেয়া হয়েছে পেসার শরিফুল ইসলাম। সেন্ট লুসিয়ায় দলের সাথে যোগ দিয়েছেন তিনিও। টেস্ট শুরুর আগে এখানে অনুশীলন করবেন ক্রিকেটাররা। এদিকে, দ্বিতীয় টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দলও।