দ্বিতীয় দিনেও সিডিউল বিপর্যয়ে নাকাল ট্রেন যাত্রীরা
- আপডেট সময় : ০৭:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দ্বিতীয় দিনেও সিডিউল বিপর্যয়ে নাকাল ট্রেন যাত্রীরা। কমলাপুর রেলস্টেশনে ট্রেনের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। করোনার বিধি-নিষেধ না থাকায় দুই বছর পর, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে যাচ্ছেন তারা। তবে, পথের ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। গত কয়েকদিন যেখানে ছিল আগাম টিকিট প্রত্যাশীদের ভিড়, এখন সেখানে অপেক্ষার প্রহর গুনছে ট্রেনে ওঠার জন্য।
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। কমলাপুর রেলস্টেশনে ট্রেনের জন্য দীর্ঘ আপেক্ষায় থাকতে দেখা যায় যাত্রীদের।
দীর্ঘ ২৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট সংগ্রহ করেছে ঈদ যাত্রীরা। এখন আবার ট্রেনে উঠার অপেক্ষা। তবু, সেইসব কষ্ট ভুলে যাবে তারা, পরিবারের সঙ্গে ঈদ করতে পারলে। আগাম আনন্দ ফুটে উঠেছে যাত্রীদের চোখে-মুখে।
অনেকে অনলাইনে শত চেষ্টা করেও টিকিট সংগ্রহ করতে পারেনি। পরে, লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে তারা।
এবারের ঈদযাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করবেন। এর মধ্যে আন্তঃনগর ট্রেনে আসন থাকবে ২৭ হাজারের বেশি। এছাড়াও, ছয় জোড়া বিশেষ ট্রেন যুক্ত হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।