দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের বৈঠকে বসেছে বিএনপি। বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চট্টগ্রাম, সিলেট ও রংপুরের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে।
এই বৈঠকে যোগ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়কজন সদস্য। চলমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তি ও সাংগঠনিক বিষয়ে নেতা-কর্মীদের মতামত জানতে এ ধারাবাহিক বৈঠক করছে বিএনপির হাইকমান্ড। গত ১৪ থেকে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপের সিরিজ বৈঠক করে দলটি৷ তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে গুলশানে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের বৈঠক। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে মতামত গ্রহণ।