দ্বিতীয় ধাপে সারাদেশের ৬০টি পৌরসভার নির্বাচন চলছে
- আপডেট সময় : ০১:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
দ্বিতীয় ধাপে সারাদেশের ৬০টি পৌরসভার নির্বাচন চলছে। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। টানা চলবে বিকেল চারটা পর্যন্ত। ঝুঁকিপূর্ণ ১৬টিতে বাড়তি নিরাপত্তা দিতে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চার পৌরসভার মেয়র পদে ভোট হচ্ছে না। করোনায় একজন মেয়র প্রার্থী মারা যাওয়ায় নীলফামারীর সৈয়দপুর পৌরসভারও ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান জানান, বিচ্ছিন্ন এই দ্বীপ পৌরসভার ভোটার সংখ্যা ৩৩ হাজার ২৬ জন। নয়টি ওয়ার্ডের ১৭টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিচ্ছেন তারা।
ময়মনসিংহের মুক্তাগাছা ও ফুলবাড়িয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই পৌরসভায় আওয়ামী লীগ-বিএনপিসহ মেয়র পদে ১০ এবং কাউন্সিলর পদে ১১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরণের প্রস্তুতি আছে বলে জানিয়েছে জেলা রিটার্নিং অফিসার।
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মেয়র পদে চার, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ ও সংরক্ষিত মহিলা আসনে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, র্যা ব ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে
শান্তিপূর্ণভাবে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচন শুরু হয়েছে। কেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। মোট ভোটারের মধ্যে ১৬ হাজার ৬৮১ জন পুরুষ এবং ১৪ হাজার ৮৪০ জন নারী রয়েছে। ১২ টি ভোট কেন্দ্রে ১৩৮টি ইভিএমে ভোট চলছে।
পাবনার ঈশ্বরদী, ভাঙ্গুড়া, ফরিদপুর ও সাঁথিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ভাঙ্গুড়ায় বিএনপি’র প্রার্থিতা বাতিল হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। ফরিদপুর পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ চলছে। বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ চলছে। সকালের দিকে কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
নেত্রকোনায় দুটি পৌরসভায় ভোট চলছে। কেন্দুয়ায় ইভিএম ও মোহনগঞ্জে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। মোহনগঞ্জ ঝুঁকিপূর্ণ হওয়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এখানে বিএনপি’র মেয়র প্রার্থী হাইকোর্টের আদেশে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পেয়েছে।
বগুড়ার তিনটি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন চলছে। সকাল থেকে ঘন কুয়াশা আর তীব্র শীতের মধ্যে শান্তিপূর্নভাবে চলছে ভোট গ্রহন। ভোট কেন্দ্রে সহিংসতা এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
কুমিল্লার চান্দিনা পৌরসভার নির্বাচনে ভোট গ্রহন চলছে। মেয়র পদে পাঁচ, কাউন্সিলরে ৪০ ও মহিলা কাউন্সিলর পদে সাত জন প্রতিদ্ধন্দ্বিতা করছে।
দিনাজপুরে তিনটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিন পৌরসভার ২৮ ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন শান্তিপূর্নভাবেই শুরু হয়েছে। তীব্র শীতের মধ্যেও সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও আছে চোখে পড়ার মতো।
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে। সবগুলো কেন্দ্রেই ইভিএমে ভোট নেয়া হচ্ছে। মেয়র পদে চার, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরে ১১ ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নরসিংদীর মনোহরদী পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ চলছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মাঠে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রচন্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করেই সিরাজগঞ্জের পাঁচটি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, কাজিপুর, উল্লাপাড়া ও বেলকুচি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায়, কাজিপুর পৌরসভায় শুধু কাউন্সিলরদের ভোট হচ্ছে।
আয়তনের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। ব্যালট পেপার সকালে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।