দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে : গোলাম রহমান
- আপডেট সময় : ০৭:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ১৭৩০ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধগতি মানুষের জীবনকে দূর্বিষহ করে তুলেছে বলে জানিয়েছেন ক্যাব সভাপতি গোলাম রহমান। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতির লাগাম টানতে সরকারকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান। সকালে, রাজধানীর এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন গোলাম রহমান। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ১০ দফা উপস্থাপন করে বলেন, সিন্ডিকেট থেকে মানুষকে রক্ষা করতে হবে।
প্রতিনিয়ত বাজারে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পন্যের।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের সংকটে পন্য আমদানি নিয়ন্ত্রণসহ নানা কারনে বাজার অস্থিতিশীল। চাহিদা ও যোগানে তারতম্যের কারনে নিয়ন্ত্রণে থাকছে না বাজার পরিস্থিতি। এমন বাস্তবতায় রাজধানীর এফডিসিতে ভোক্তা-অধিকার সংরক্ষনে বাজার মনিটরিং নিয়ে ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় ঢাকা মেডিকেল কলেজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি।
সভাপতি বক্তব্যে, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ১০ দফা সুপারিশ তুলে ধরেন।
বাজারে গ্রাহক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পন্যের সরবরাহ নিশ্চিতে কর্পোরেট মনিটরিং সেল গঠনের আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক এ,এইচ,এম সফিকুজ্জামান বলেন, অধিদপ্তরের মূল্য লক্ষ্য দ্রব্যেমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মিনিটরিং করা।
প্রধান অতিথির বক্তব্যে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ–ক্যাব সভাপতি গোলাম রহমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। ছায়া সংসদ শীর্ষক বিতর্কে সাউথ ইস্ট ইউনিভাসিটিকে হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ বিজয়ী হয়। বিজয়ী দলের বিতর্কিকদের পুরস্কার তুলে দেন অতিথিরা।