দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীতে হাঁপিয়ে উঠেছে সাধারণ মানুষ
- আপডেট সময় : ০৩:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বমুখিতে সংসার চালাতে হাঁপিয়ে উঠছে সীমিত আয়ের মানুষ। কোন ভাবেই কমছে না নিত্যপণ্যের দাম। ডিমের দাম হালিতে কমেছে ৫ টাকা। গরু, খাসি ও মুরগির মাংসের দাম স্থিতিশীল থাকলেও চড়া মাছের দাম। পর্যাপ্ত ইলিশের সরবরাহ থাকলেও দাম সাধারণ মানুষের নাগালে বাইরে। বাজার নিয়ন্ত্রণে ক্রেতারা বার বার সরকারি নজরদারীর দাবি জানালেও কার্যত কোন পদক্ষেপ নজরে পড়ে না।
রাজধানীর নিত্যপণ্যের বাজারে স্বস্তির কোনো খবর নেই। দ্রব্যমূল্যের টানা উর্ধগতিতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের।
প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবরকম পণ্যের দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে মাছ, মাংস ,মুরগি।
স্বস্তি নেই সবজির বাজারেও, প্রতি কেজি শসা, বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ১৮০-২০০ টাকা, আলু ৪০, করলার কেজি ৬০ টাকা। আবারও বেড়েছে পেঁয়াজের দাম। বাড়তি দামে স্থীতিশীল আদা, রসুন।
চিনি ও ভোজ্যতেলের নতুন চালান আসলেও প্রভাব পড়েনি বাজারে । অপরিবর্তিত চাল-ডাল, আটা-ময়দার দাম।
অস্থির ডিমের বাজার নিয়ন্ত্রণে–প্রশাসনের নজরদারিতে ৫ টাকা কমে ডিমের হালি এখন ৫০ টাকা।
দাম বৃদ্ধির দৌঁড়ে পিছিয়ে নেই মাছ-মুরগি। প্রতিকেজি ব্রয়লার ১৮৫ টাকা, সোনালী মুরগির কেজি ৩৩০ থেকে ৩৪০ টাকা। ভরা মৌসুমেও হাজার/১২শ’ টাকার নিচে নামছে না ইলিশের কেজি।
সাধারণ মানুষের টিকে থাকার বিষয়টি গুরুত্ব দিয়ে বাজারে স্বস্তি ও শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের ধারাবাহিক নজরদারির দাবি ক্রেতাদের।