ধরপাকড় ও হা’মলা-মামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ
- আপডেট সময় : ০৬:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ১৭০১ বার পড়া হয়েছে
নেতাকর্মীদের ধরপাকড়, মিথ্যা মামলাসহ বেশকিছু ইস্যুর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করেছে বিএনপি। মহানগর ও জেলার সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কয়েক জায়গায় পুলিশ বাধা দিলে তার প্রতিবাদ জানান স্থানীয় নেতাকর্মীরা।
নেতাকর্মীদের ধরপাকড় ও তাদের নামে মিথ্যা মামলা, পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বরিশাল সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র ব্যানারের সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সারা দেশে দলীয় নেতাকর্মীদের নির্যাতনের নিন্দা জানান তারা। বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
নগরীর গ্রান্ড হোটেল মোড়ের কার্যালয় থেকে বের হওয়া বিএনপির মিছিলে বাধা দেয় রংপুর মহানগর পুলিশ। দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে করে দলের নেতাকর্মীরা। মহানগর বিএনপি। বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী।
প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশে ধরপাকড়, পুলিশী হামলার নিন্দা জানান নেতাকর্মীরা। -স্থানীয় নেতাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদ জানানো হয়। সমাবেশে বক্তারা গ্রেফতারকৃত নেতা কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।
জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণের বিক্ষোভ সমাবেশে সরকারের সমালোচনা করা হয়।
সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে বিরোধী দল ও সাধারণ মানুষের সাথে দানবীয় আচরণ করছে বলে অভিযোগ করেছেন পটুয়াখালীর বিএনপির নেতারা। পৌর এলাকার বনানী সড়কে অফিসের সামনের বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ জানান তারা।
নেত্রকোণায় জেলা প্রশাসক কার্যালয় কাছে কুরপাড়ার কাইলাটির মোড়ে অনুষ্ঠিত সমাবেশে নেতারা সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান। বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।
টাঙ্গাইলে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পুলিশি বাধায় পন্ড হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। শান্তিকুঞ্জ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।
২২ অক্টোবর গণসমাবেশ থাকায় বিক্ষোভ কর্মসূচির বাইরে ছিলো খুলনা মহানগর ও জেলাগুলো।