ধরলা নদীতে নৌকাডুবির ঘটনায় এক নারীসহ ৪ জন নিখোঁজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় ধরলা নদীতে নৌকাডুবির ঘটনায় এক নারীসহ ৪ জন নিখোঁজ রয়েছেন। মেয়ের বিয়ের বৌভাতের দাওয়াতে অংশ নিয়ে ফেরার সময় ঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় অর্ধশত যাত্রী নৌকায় করে সাতভিটা থেকে কাশিম বাজারে ফেরার পথে ধরলা নদীতে ঝড়ের কবলে পড়ে। নৌকাডুবির পর সাঁতরে অনেকে পাড়ে উঠতে পারলেও মেয়ের বাবাসহ ৪ জন এখনো নিখোঁজ রয়েছে। এরা হলেন, কনের বাবা নুরুল ইসলাম, আমেনা বেগম, জব্বার আলী ও কমর জামান। সবার বাড়ি দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকায়।
বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আবু তালেব জানান, কুড়িগ্রামে কোন ডুবুরী না থাকায় এবং বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ শুরু করা যায়নি।