ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে জন্মাষ্টমী পালন
- আপডেট সময় : ০৬:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
আজ জন্মাষ্টমী। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন কৃষ্ণ ভক্তরা। দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই পৃথিবীতে আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাঁর এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন। সারা দেশের মন্দিরে মন্দিরে চলছে পূজা অর্চনা। দেশের সব জেলায় মডেল মন্দির এবং দুর্গাপূজার সরকারি ছুটি দুদিন করার দাবি জানান হিন্দু ধর্মাবলম্বীরা।
চট্টগ্রামে শোভাযাত্রা করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ। সকালে নগরীর আন্দরকিল্লাহ মোড় থেকে হাজারো ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়। দেশের সব জেলায় একটি করে মডেল মন্দির প্রতিষ্ঠা ও শারদীয় দুর্গাপূজার সরকারী ছুটি দুইদিনের দাবি জানান পরিষদ নেতারা। বিশ্বে অসাম্প্রদায়িক চেতনার বিরল উদাহরণ বাংলাদেশ বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁ সদরের কালীতলার পূজামণ্ডপ প্রাঙ্গণে জন্মাষ্টমীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।রাঙামাটিতে নানা কর্মসূচিতে সনাতনী হিন্দু সম্প্রদায়ের আরাধ্য কৃষ্ণের শুভ জন্ম তিথির অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য সদস্য দীপংকর তালুকদার। নানা আয়োজনে সিলেটে জন্মাষ্টমী উদযাপন হয়। নগরের মির্জাজাঙ্গাল মনিপুরীর রাজবাড়ির মন্দির প্রাঙ্গণ থেকে রেলি বের হয়। ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বরিশাল নগরীর লাইন রোডের মোড়ে সমাবেশে পর বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ভক্তরা জন্মাষ্টমীর সমাবেশ ও শোভাযাত্রায় অংশ নেন।
ময়মনসিংহে জন্মাষ্টমীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর দূর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণের সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। কৃষ্ণ ভক্ত-অনুরাগীরা বর্ণিল সাজে শোভাযাত্রায় অংশ নেন। বিপুল উৎসাহ উদ্দীপনার আর আনন্দঘন পরিবেশে নীলফামারীতে জন্মাষ্টমী পালিত হয়।নানা আয়োজনে সিরাজগঞ্জে জন্মাষ্টমী পালিত হচ্ছে। শহরের মুজিব সড়কে অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রীকৃষ্ণের জন্মদিনে বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়। নেত্রকোণায় সকালে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলে শ্রীকৃষ্ণে শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। মানিকগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমূখর পরিবেশে সকালে শহরের আনন্দময়ী কালিবাড়ি থেকে একটি বর্ণ্যাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শিব মন্দিরে আলোচনা সভা শেষে আয়োজিত শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিশ্ব শান্তির কামনায় চুয়াডাঙ্গায় আয়োজিত শোভাযাত্রার মঙ্গল প্রদীপ জ্বালানো হয়। দিনাজপুরের বিরলে ধর্মীয় আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জে জন্মাষ্টমী কমিটির উদ্যোগে শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সকালের এই আয়োজনে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। জন্মাষ্টমী উপলক্ষে পিরোজপুরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমীতে একই কর্মসূচি পালন করা হয় নোয়াখালী ও পাবনায়।