ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়ার পথ যারা রুদ্ধ করতে চায়, তাদের পৃষ্ঠপোষক বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়ার পথ যারা রুদ্ধ করতে চায়, তাদের পৃষ্ঠপোষক বিএনপি।
সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে একথা বলেন তিনি। শেখ হাসিনা সরকার-নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি তাদের কর্মের স্বীকৃতিতে বিশ্বাসী। এ সময় নারী দিবসের কর্মসূচিতে দেশে নারীর অধিকার নিয়ে বিএনপি নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, নারীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠায় বর্তমান সরকারের উদ্যোগ দেশ-বিদেশে প্রশংসিত যা ইতিমধ্যে আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে। আর বিএনপির শাসনামলে সংখ্যালঘু নারীদের উপর নির্যাতন ৭১ এর পাক- হানাদারদের বর্বরতাকেও হার মানিয়েছিল।