ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়ার আহবান ওবায়দুল কাদেরের
- আপডেট সময় : ০৭:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ধর্ষকদের ছোট- খাটো কোন শাস্তি নয়, এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজাধনীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ আহবান জানান তিনি। এ সময় সরকারের নামে মিথ্যাচার আর বিষোদগার করা বিএনপির এখন রোজনামচা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বুধবার রাজাধনীর সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় ধর্ষকদের কোন রাজনৈতিক দলে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির বিভিন্ন অভিযোগের জবাব দেন ওবায়দুল কাদের।
এছাড়া ঢাকা- চট্টগ্রাম হাইওয়ে ও সাভার নবীনগর ফোরলেন সড়কের ডিজাইনে ত্রুটি আছে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।