ধর্ষণের বিচার না চেয়ে সরকারের পদত্যাগ চাওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ধর্ষণের বিচার না চেয়ে সরকারের পদত্যাগ চাওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন দেশে ইদানীংকালে যেসব ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে, সরকার সেসব ঘটনার বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে।
এর সঙ্গে জড়িতরা আটক হয়েছে। এর পরেও যারা সরকারের পদত্যাগ দাবি করছেন, বুঝতে হবে এসব পৈশাচিক ঘটনার বিচার না চেয়ে সরকারের পদত্যাগ চাওয়াটা তাদের অভ্যন্তরীণ উদ্দেশ্য। দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় প্রেস কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় তথ্য সচিব কামরুন নাহার, জাতীয় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মমতাজউদ্দিন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুলসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।