ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার বিবেচনা করছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার- জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার সচিবালয়ের উদ্দেশে যাওয়ার সময় এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, যেহেতু জনগণের পক্ষ থেকে এই দাবি উঠেছে, তাই এখন বিবেচনার সময় এসেছে। কারণ আইন মানুষের জন্য। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনার পর থেকে দেশজুড়ে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে, গত কয়েকদিনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষক, চার্চের ফাদারসহ বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা আলোচনায় আসে।