ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন জেলায় তৃতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবেও সারাদেশে এসব কর্মসূচি পালিত হয়। এতে অংশ নিয়ে দোষীদের কঠোর শাস্তি দাবির পাশাপাশি এজন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন তারা।
খুলনা জেলা বিএনপির উদ্যোগে মহানগরীর দলীয় কার্যালয়ের সামনে ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ও নগর বিএনপির নেতারা। দেশব্যাপী ক্রমবর্দ্ধমান নারী নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদে নাটোরে জেলা বিএনপি’র মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়ে পুলিশ পন্ড করে দিয়েছে। দেশব্যাপী প্রতিবাদ কর্মসুচির অংশ হিসেবে সকালে আলাইপুর কার্যালয়ের সামনে জেলা বিএনপি মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। দলের নেতা-কর্মীরা সমবেত হয়ে মানববন্ধনে দাঁড়াতেই পুলিশ তাদের বাধা দেয়।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও মানববন্ধনেও বাধা দিয়েছে পুলিশ। জেলা পরিষদ মার্কেটের সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মানববন্ধন শুরু হলে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়। এসময় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি, বাকবিতন্ডা ও উত্তেজনা দেখা দেয়।
সারাদেশে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবিতে দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা- পল্লী’র আয়োজনে মানবন্ধন হয়েছে।ঝিনাইদহে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি- মৃত্যুদন্ড করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। শহরের এইচএসএস সড়কে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়।জয়পুরহাটে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। শহরের পাঁচুরমোড় জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মানবন্ধনে ধর্ষক ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।ধর্ষণ ও বিচারহীনতার অপসংস্কৃতির বিরুদ্ধে মানিকগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী ও খেলাঘর আসরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
ধর্ষণ ও নারী নির্যাতনের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে। নড়াইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নোয়াখালীতে সমাবেশ করেছে বিএনপি। প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান।পঞ্চগড়ের দেবীগঞ্জে মানববন্ধন ও ঝাড়ু মিছিলশেষে ধর্ষকদের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তারের উদ্যোগে বিজয় চত্তরে নারী ফোরাম এই কর্মসূচি পালন করে। সিরাজগঞ্জে যমুনা ফাউন্ডেশন এবং জেলা যুব মহিলা লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে জেলা বিএনপি। অবিলম্বে নারী নির্যাতন ও ধর্ষনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া না হলে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।এছাড়াও গাইবান্ধা, নওগাঁ, কুড়িগ্রাম ও নেত্রকোনায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।