ধলপুল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ভুয়া ডিবি গ্রেফতার
- আপডেট সময় : ১০:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ভুয়া ডিবিকে গ্রেফতার করেছে রেব। এসময়ে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও ডিবির ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে।
দুপুরে কাওরানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেব-১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি জানান, সংঘবদ্ধ ডাকাত চক্রের মুলহোতা সবুজের নেতৃত্বে ৬ ডাকাত নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয়ে অর্থকড়ি হাতিয়ে নিতো।
যাত্রাবাড়ী, মতিঝিল ব্যাংক পাড়া, গুরিস্তান ও বায়তুল মোকাররমের স্বর্ণ মার্কেটে আর্থিক লেনদেনকে টার্গেট করেই চক্রটি ডাকাতি করতো বলে জানায় রেব। তাদের নামে বিভিন্ন জেলায় চুরি,ধর্ষণ ও দর্স্যুতাসহ একাধিক মামলা রয়েছে। গতকাল যাত্রাবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রেবের হাতে ধরা পড়ে ডাকাত চক্রের সদস্যরা। আসামীদেরকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় রেব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, অতিরিক্ত ডিআইজি জানান, পুলিশ পরিচয়ে কাউকে গ্রেফতার করতে চাইলে সত্যতা যাছাইয়ের পরামর্শ দেন তিনি।