ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন ২ জন।
ভোর সাড়ে ৫ টার দিকে মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের চার ভাই ছয় নামক বাল্কহেড ৭ হাজার ৫শ’ বস্তা সিমেন্ট নিয়ে পাবনার নগরবাড়ি ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে মুন্সীগঞ্জ ঘাট সংলগ্ন মাঝ নদীতে আসা মাত্র বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি জাহিদ-৩ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিমেন্টবোঝাই বাল্কহেডটি ডুবে যায়।এসময়ে বাল্কহেড এ থাকা ৫ শ্রমিকের মধ্যে ৩ জন তীরে আসতে সক্ষম হলেও নিখোঁজ হয় ২ শ্রমিক। মুক্তারপুর নৌপুলিশ ইনচার্জ লুৎফর রহমান জানান, খবর পেয়ে নৌ- পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।