ব্রাহ্মণবাড়িয়ায় বসেছে ধানের চারার বিশাল হাট
- আপডেট সময় : ০৫:১৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৬১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় বসেছে ধানের চারার বিশাল হাট। বিভিন্ন জাতের চারা নিয়ে কৃষক ও ব্যাপারীরা ভিড় করছেন হাটে। এই হাট থেকেই ধানের চারা সংগ্রহ করছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাতও বিক্রি হচ্ছে চারা। তবে হঠাৎ পানি বৃদ্ধিতে কমেছে চারার চাহিদা।কৃষি বিভাগ জানায়, চলতি মওসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশী জমিতে বীজতলা তৈরী হওয়ায় চারা নিয়ে নেই হাহাকার।
চলতি মওসুমে ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ হাজার ৫শ’ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্য পূরণে জেলার ২ হাজার ৮৩২ হেক্টর জমিতে তৈরী করা হয় আমন বীজতলা। এসব বীজতলা থেকে উৎপাদিত ধানের চারা নিয়ে কৃষক ও পাইকারা ভিড় করছেন হাটে। সব উপজেলায় হাট বসলেও রোপা-আমন মওসুম ঘিরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে বসেছে ধানের চারার সবচেয়ে বড় হাট।
এই হাট থেকেই খাসা, নাজিরশাইল, বীনা-৭, বিআর-২২ ধানের চারা সংগ্রহ করছেন জেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা। প্রতি আটি চারা ৮০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রাক্ষনবাড়িয়াসহ আশপাশের জেলা থেকে চারা কিনতে আসছেন খুচরা ও পাইকারী ক্রেতারা। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন কয়েক লাখ টাকার চারা বিক্রি হয় এই হাটে। মানসম্পন্ন চারা উৎপাদনে কৃষকদের সহায়তা দেয়া হয়েছে বলে জানায় কৃষি বিভাগ।
চারা সংকট মোকাবিলায় পূর্ব প্রস্তুতি হিসাবে বীজতলা তৈরীর কথা জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে ১৭৬ হেক্টর বেশী জমিতে আমন বীজতলা তৈরী হয়।