ধামরাইয়ে এক পুলিশ কর্মকর্তার বাড়ি ভেঙে দখলের চেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে এক পুলিশ কর্মকর্তার বাড়ি ভেঙে দখলের চেষ্টা করা হয়। এতে থানা পুলিশের উপস্থিতিতে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের এস আইসহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
আহত পুলিশ কর্মকর্তা সাত্তারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, ধামরাইয়ের বালিথা গ্রামের মিনহাজ উদ্দিনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল পাশের বাড়ির আমির হোসেনের সাথে। এ নিয়ে আদালতের রায় পেয়ে দখল নিতে সকালে আমির হোসেন লোকজন নিয়ে বাড়ি ভাংচুর শুরু করে। এ সময় মিনহাজ উদ্দিনের জমির ক্রেতা এস আই আব্দুস সাত্তার ধামরাই থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তাদের উপস্থিতিতেই পুলিশ ও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে পুলিশের এস আই সাত্তার, আমির হোসেন ও আফরোজাসহ কমপক্ষে ১০ জন আহত হন। এঘটনায় পুলিশ কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।